ক্রেডিট কার্ডে গ্রাহকের কাছ থেকে সর্বোচ্চ ২৫ শতাংশ পর্যন্ত সুদ নিতে পারবে বাণিজ্যিক ব্যাংকগুলো। এতদিন সর্বোচ্চ সুদের সীমা ছিল ২০ শতাংশ। গতকালই এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে
ক্রেডিট কার্ডে গ্রাহকের কাছ থেকে সর্বোচ্চ ২৫ শতাংশ পর্যন্ত সুদ নিতে পারবে বাণিজ্যিক ব্যাংকগুলো। এতদিন সর্বোচ্চ সুদের সীমা ছিল ২০ শতাংশ। গতকালই এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন এ নির্দেশনা ২০২৫ সালের প্রথম দিন অর্থাৎ ১ জানুয়ারি থেকে কার্যকর হবে।
এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, ক্রেডিট কার্ডসীমার বিপরীতে ঋণ সুবিধা প্রদানসহ সুদহার যৌক্তিক এবং গ্রাহক স্বার্থ সংরক্ষণে ক্রেডিট কার্ডের ওপর সুদহার সর্বোচ্চ ২০ শতাংশ নির্ধারণের নির্দেশনা আছে। তবে সুষ্ঠু ঋণ ঝুঁকি ব্যবস্থাপনা নিশ্চিতে এবং নীতি সুদহার ও ব্যাংকগুলোর ক্রমবর্ধমান তহবিল ব্যয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ রাখার লক্ষ্যে ক্রেডিট কার্ডের ওপর সুদহার সর্বোচ্চ ২৫ শতাংশ নির্ধারণ করা হলো। ব্যাংকগুলোর ঋণের চাহিদা ও ঋণযোগ্য তহবিলের জোগান সাপেক্ষে এ সীমার মধ্যে ক্রেডিট কার্ডের সুদহার নির্ধারণ করা হবে।
এতে আরো বলা হয়েছে, ইসলামী শরিয়াহভিত্তিক ব্যাংকগুলো তাদের প্রদত্ত বিনিয়োগের ক্ষেত্রে উল্লিখিত নির্দেশনা অনুসরণ করে মুনাফার হার নির্ধারণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, উচ্চ মূল্যস্ফীতির এ সময়ে ক্রেডিট কার্ডের ব্যবহার বাড়ছে। সেপ্টেম্বরে দেশের অভ্যন্তরে বাংলাদেশীরা ক্রেডিট কার্ডে ২ হাজার ৬৬৮ কোটি টাকা খরচ করেছেন। আগস্টে যার পরিমাণ ছিল ২ হাজার ৩৩২ কোটি টাকা। সেই হিসেবে আগস্টের চেয়ে সেপ্টেম্বরে দেশের ভেতরে ক্রেডিট কার্ডে খরচ ৩৩৬ কোটি টাকা বা ১৪ দশমিক ৪০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।
মূলধনি যন্ত্রপাতি আমদানিতে মিলবে তিন বছরের মেয়াদি ঋণ: শিল্প খাতের মূলধনি যন্ত্রপাতি আমদানির ক্ষেত্রে বায়ার্স ও সাপ্লায়ার্স ক্রেডিটের আওতায় এক বছরের পরিবর্তে এখন থেকে তিন বছর মেয়াদি বিদেশী ঋণ প্রদানের জন্য ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এক্ষেত্রে যেসব উদ্যোক্তা এরই মধ্যে মধ্যমেয়াদি ও স্বল্পমেয়াদি ঋণের চুক্তি করেছে তাদের ঋণের মেয়াদ বৃদ্ধি করতে বলা হয়েছে। তবে সুদের হার বৃদ্ধি করতে নিষেধ করা হয়েছে।
মূলধনি যন্ত্রপাতি আমদানিতে ঋণের মেয়াদ বৃদ্ধি প্রসঙ্গে বাংলাদেশ ব্যাংকের গতকাল প্রকাশিত এক প্রজ্ঞাপনে বলা হয়েছে, মূলধনি যন্ত্রপাতি আমদানির জন্য বাড়তি উৎসাহ জোগাতে জারি করা এ নির্দেশনা কেবল রফতানি প্রক্রিয়াকরণ এলাকা, বেসরকারি রফতানি প্রক্রিয়াকরণ এলাকা, অর্থনৈতিক অঞ্চল, হাই-টেক পার্ক ও সরকার ঘোষিত বিশেষায়িত অঞ্চলের অভ্যন্তরের কারখানার জন্য প্রযোজ্য হবে। এ সুবিধা প্রাপ্তির জন্য বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও বস্ত্র বিভাগের নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনায় আরো বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের গভর্নরের সভাপতিত্বে বিডার ফরেন ঋণ বা সাপ্লায়ার্স ক্রেডিটসংক্রান্ত স্ক্রুটিনি কমিটির ১৮২তম সভায় তিন বছর মেয়াদি ঋণের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। মূলত মূলধনি যন্ত্রপাতি আমদানির জন্য বাড়তি উৎসাহ জোগাতে দেশের সব অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোকে এ বিষয়ে উদ্যোগ নিতে নির্দেশনা দেয়া হয়েছে।