জ্যামাইকা টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে গতির জবাব গতিতেই দিল বাংলাদেশ। রোববার রাতে স্বাগতিক গতি বোলারদের তোপের মুখে ১৬৪ রানে অলআউট হয়ে যায় মেহেদী হাসান মিরাজের দল।
জ্যামাইকা টেস্টে ওয়েস্ট ইন্ডিজকে গতির জবাব গতিতেই দিল বাংলাদেশ। রোববার রাতে স্বাগতিক গতি বোলারদের তোপের মুখে ১৬৪ রানে অলআউট হয়ে যায় মেহেদী হাসান মিরাজের দল। ক্যারিবীয়রা ১ উইকেটে ৭০ রান তুলে নিয়ে ওইদিন মাঠ ছাড়ে। গতকাল সফরকারী দলের পেসাররা ওয়েস্ট ইন্ডিজকে ১৪৬ রানে অলআউট করার কৃতিত্ব দেখান। ৭৬ রান তুলতে শেষ ৯ উইকেট হারায় স্বাগতিকরা! নাহিদ রানা একাই নেন ৫ উইকেট। তার বীরত্বেই ১৮ রানের লিড পায় বাংলাদেশ।
দ্বিতীয় ইনিংসে বোর্ডে রান ওঠার আগেই মাহমুদুল হাসান জয়কে আউট করেন জেইডেন সিলস। সাহসী ব্যাটিং করতে থাকা শাহাদাত হোসেন দিপু ২৬ বলে ২৮ রান করে আলজারি জোসেফের শিকার হন। এরপর সাদমান ইসলাম ও মিরাজ ঝড়ো গতির জুটিতে স্বাগতিকদের হতাশ করেন। এ প্রতিবেদন লেখার সময় (চা বিরতি) বাংলাদেশ ২ উইকেটে তুলেছে ১১০ রান। তাদের লিড ছিল ১২৮ রানের। সাদমান ৪৪ ও মিরাজ ২৬ রানে ব্যাট করছিলেন। মাত্র ২৯ বলে ৫০ রানের পার্টনারশিপ গড়েন দুজন।