জিকা কী
জিকা ভাইরাস প্রথম শনাক্ত হয় উগান্ডায় ১৯৪৭ সালে। ভাইরাসটি পাওয়া গিয়েছিল রেসাস ম্যাকাও বানরের শরীরে। পরবর্তী সময়ে পঞ্চাশের দশকে আফ্রিকান দেশগুলোয় মানুষের শরীরেও এই জীবাণু পাওয়া যায়। ভয়াবহ ব্যাপার হলো, ১৯৬০-১৯৮০ সালের মধ্যে আফ্রিকা ও এশিয়া মহাদেশের বিভিন্ন দেশে এটি ছড়িয়ে পড়ে। বাংলাদেশে প্রথম ধরা পড়ে ২০১৪ সালে। ২০২৩ সালে বাংলাদেশে পাঁচজন জিকা ভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়, যদিও বিষয়টি সাধারণের অজানা ছিল। গত তিন মাসে জিকা ভাইরাসে আক্রান্ত আটজনকে শনাক্ত করা হয়েছে। জিকার দুটি ধরন—এশিয়ান ও আফ্রিকান। বাংলাদেশে পাওয়া রোগের ধরন এশিয়ান, যা প্রায় ৯ বছর পর পাওয়া গেল।
জিকা ভাইরাস আক্রমণ হলে মাথাব্যাথা হতে পারে
জিকা ভাইরাস কীভাবে ছড়ায়
জিকা ভাইরাস ছড়ায় এডিস মশকীর মাধ্যমে। এই মশা দিনে বেশি কামড়ায়। আর এই মশা দিয়েই ডেঙ্গু, চিকুনগুনিয়া ও পীতজ্বরও ছড়ায়। রক্ত পরিসঞ্চালন এবং অনিরাপদ যৌন সম্পর্কের মাধ্যমেও ছড়ায়। গর্ভাবস্থায় প্রথম তিন মাসের মধ্যে জিকা ভাইরাসের সংক্রমণ হলে তা গর্ভের শিশুতেও সংক্রমিত হওয়ার ঝুঁকি থাকে। গর্ভস্থ শিশুর জন্য বিষয়টি মারাত্মক জটিলতার কারণ হয়ে দাঁড়াতে পারে।
রোগের লক্ষণ কী কী
জিকা ভাইরাস সংক্রমণে সাধারণত কোনো লক্ষণ দেখা যায় না। তবে ৩–১৪ দিনের মধ্যে শরীরে লালচে দানার মতো ছোপ বা র্যাশ, হালকা জ্বর, চোখ লাল হয়ে যাওয়া, চোখ থেকে পানি পড়া, মাংসপেশি এবং গিঁটে গিঁটে ব্যথা, অবসাদ এবং মাথাব্যথা হতে পারে। এসব লক্ষণ সর্বোচ্চ ২-৭ দিন থাকতে পারে।
পরীক্ষাগারে ‘জিকা ভাইরাস’ লেখা টিউব দেখা যাচ্ছে
রোগের জটিলতা
গর্ভাবস্থায় জিকা ভাইরাস আক্রমণ হলে শিশুর মাইক্রোকেফালি (স্বাভাবিকের চেয়ে ছোট মাথা), চোখের সমস্যা, শ্রবণজনিত সমস্যা হতে পারে। এমনকি অপরিপূর্ণ শিশুর জন্ম (প্রিটার্ম বেবি) এবং গর্ভস্থ শিশুর জীবনাবসান পর্যন্ত হতে পারে। জিকা ভাইরাস সংক্রমণে শিশু ও বড়দের আরও কিছু রোগের ঝুঁকি থাকে, যেমন গুলেন বারি সিনড্রোম। এ ছাড়া অন্যান্য স্নায়বিক রোগের আশঙ্কাও সৃষ্টি হয়।
রোগনির্ণয়
জিকায় আক্রান্ত কোনো দেশ থেকে কেউ আসার পর ওপরের লক্ষণগুলো দেখা দেওয়ার এক সপ্তাহের মধ্যে রক্ত পরীক্ষার মাধ্যমে জীবাণু শনাক্ত করা যায়। এ ছাড়া এক মাসের মধ্যে রোগীর প্রস্রাব এবং পুরুষ রোগীর ক্ষেত্রে দুই মাসের মধ্যে বীর্য পরীক্ষার মাধ্যমে এই রোগ নির্ণয় করা যায়। বাংলাদেশ সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণাপ্রতিষ্ঠানে (আইইডিসিআর) এসব পরীক্ষা করা যায়।
প্রতিরোধ/প্রতিকার
ঘুমানোর সময় মশারি ব্যবহার করুন
১. জিকা ভাইরাসের কোনো ভ্যাকসিন বা প্রতিষেধক তৈরি হয়নি, তাই নিজেদের সচেতনতাই জরুরি।
২. রাতে তো অবশ্যই, দিনেও মশারি ব্যবহারের অভ্যাস করতে হবে, প্রয়োজনে জানালায় মশানিরোধী জাল ব্যবহার করা যেতে পারে। অন্তঃসত্ত্বা নারী, শিশুদের ক্ষেত্রে এটা বেশি প্রয়োজন।
৩. জিকায় আক্রান্ত হলে বিশ্রাম এবং বেশি বেশি তরল খাবার খেতে হবে। গিঁটে বা শরীরে ব্যথা হলে চিকিৎসকের পরামর্শমতো ওষুধ খেতে হবে। নিজে থেকেই ব্যথার ওষুধ খেয়ে নিজের ক্ষতি করবেন না।
জিকায় মৃত্যুর খবর খুব একটা পাওয়া না গেলেও ওপরে বর্ণিত মারাত্মক সমস্যাগুলো থেকে নিরাপদ থাকার জন্য সাবধান থাকা জরুরি।
ডা. হিমেল বিশ্বাস, ক্লিনিক্যাল স্টাফ, নিউরোলজি বিভাগ, স্কয়ার হাসপাতাল লিমিটেড, ঢাকা
তথ্যসূত্র: বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণাপ্রতিষ্ঠান (আইইডিসিআর)