ঘরের সাজ নিয়ে আমরা সবাই এখন কমবেশি সচেতন। খাবার ঘরের ঠিক কোন দিকে ফ্রিজটা বসালে ঘরটিকে দেখাবে আরও সুন্দর—এ বিষয় নিয়ে তো রীতিমতো গবেষণা চলে। ইদানীং শুধু খাবার ঘরে ফ্রিজের অবস্থানই নয়, ফ্রিজটিকে কীভাবে সাজাবেন, তা নিয়েও নিরীক্ষা চলে। শুধু বাইরের দিকেই নয়, ফ্রিজের ভেতরেও কোন পাত্রে খাবার রাখবেন বা কেমন বাক্সে শাকসবজি সাজাবেন, তা নিয়ে ইন্টারনেটে দেখা যায় অনেক সুন্দর সুন্দর ছবি ও ভিডিও। এসব দেখেই জানতে পারবেন যে ফ্রিজে খাবার বা শাকসবজি রাখারও আছে নানা কায়দাকানুন।
স্মার্ট ফ্রিজ থাকলে তো কথায় নেই, পুরোনো ফ্রিজেও অনেকেই এখন ওয়ালপেপার বা স্টিকার ব্যবহার করে থাকেন। ওয়ালপেপার বা স্টিকার কেনার আগে অবশ্যই ঘরের দেয়ালের রং দেখে নিন। দেয়ালের রঙের সঙ্গে মানাবে, এমন নকশা নির্বাচন করতে হবে। ফ্রিজের আকার ও আয়তন বুঝে ওয়ালপেপার বা স্টিকার কেটে ফ্রিজে আঠা দিয়ে বসাতে হবে। খেয়াল রাখবেন তা যেন সমতলভাবে বসে।
ফ্রিজের আকার ও আয়তন বুঝে ওয়ালপেপার বা স্টিকার কেটে ফ্রিজে আঠা দিয়ে বসাতে হবে
ফ্রিজ ডেকোরেশন নিয়ে এমন আরও অনেক ধারণা দিলেন সৃষ্টি আর্কিটেকচারের স্থপতি তাসনীম কবির।
স্থপতি তাসনীম কবির বলেন, তাঁরা যখন কোনো বাড়ির নকশা করেন, তখন খাবার ঘরে সেই অনুযায়ী ফ্রিজ রাখার জন্য আলাদা ক্যাবিনেট করে থাকেন। যেখানে ফ্রিজের অবস্থানকে দৃষ্টিনন্দন করতে থাকে নানা আয়োজন। তবে সবটুকুই ক্যাবিনেট ঘিরে। তবে যাঁদের বাসায় আলাদা করে ফ্রিজের জন্য ক্যাবিনেট করার জায়গা নেই, তাঁরা ফ্রিজটিকেই সুন্দর করে ডেকোরেট করতে পারেন। এই যেমন ফ্রিজের ওপরে কভার ব্যবহার করতে পারেন। কভারের সাইড পকেটে নানা ধরনের জিনিস স্টোরেজ করে রাখতে পারেন। কভারের ওপর রাখতে পারেন বেতের ঝুড়ি। এতে ফ্রিজটি দেখতেও বেশ পরিপাটি লাগবে। যাঁদের বাসায় পুরোনো ফ্রিজ আছে, তাঁরা ফ্রিজটিকে নতুন দেখাতে ডোকো পেইন্ট করে থাকেন। এতে পুরোনো ফ্রিজটিই নতুন চেহারা পায়। তবে এই রং খুব সাময়িক সময় ধরে থাকে বলে জানালেন এই স্থপতি।
ফ্রিজের ভেতরটাকে সাজানোর জন্য এখন বাজারে নানা ধরনের পণ্য পাওয়া যায়। নানা ধরনের ফ্রিজ অর্গানাইজারে সুন্দর করে সাজিয়ে রাখতে পারবেন শাকসবজিসহ নানা কিছু। ফ্রিজের মডেল বা আকার অনুযায়ী বাজার থেকে এগুলো কিনে নিতে পারেন। ডিম রাখার জন্য ফ্রিজে এমনিতেই আলাদা জায়গা থাকে। বাজারেও এখন ডিম রাখার জন্য সুন্দর সুন্দর বাক্স মিলবে। আছে ছোট ছোট জিপার ব্যাগও। যেগুলোতে প্রয়োজনীয় জিনিসপত্র ভরে ফ্রিজে রাখতে পারেন।