কথাসাহিত্যিক শাহাদুজ্জামানের লেখা ‘মহাশূন্যে সাইকেল’ মঞ্চে নিয়ে আসছে নাট্যদল অনুস্বর। নাটকটি নির্দেশনা দিচ্ছেন সাইফ সুমন।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে নাট্যদলটি জানিয়েছে, ১০ ও ১১ ডিসেম্বর মহিলা সমিতি মিলনায়তনে কারিগরি প্রদর্শনী করা হবে। এরপর ১২ থেকে ১৬ ডিসেম্বর মহিলা সমিতি মিলনায়তনে টানা পাঁচ দিনে আটটি প্রদর্শনী হবে এ নাটকের।
নাটকের মহড়াঅনুস্বরের সৌজন্যে
শাহাদুজ্জামান বলেন, ‘এই গল্পে এক চরিত্র মূলত নিজেকে দুই ভাগ করে দেখে। একই মানুষের দুটি সত্তার ভেতর বোঝাপড়া চলে। মূল গল্পটিকে সম্প্রসারিত করে এর নাট্যরূপ দিয়েছি নাট্যনির্দেশক সাইফ সুমনের উৎসাহে।’
নির্দেশক সাইফ সুমন বলেন, ‘ভয় পাওয়া একটা চেহারা নিয়ে আমরা ঘুরছি এই শহরে। কিন্তু এতসবের মধ্য থেকেও সৃজনশীল তাড়না তো দমে যায় না। সময় দ্বারা নিয়ন্ত্রিত না হয়ে, সময়কে নিজের নিয়ন্ত্রণে রাখার চেষ্টাও বলা যায় এটাকে।’
নাটকের মহড়াঅনুস্বরের সৌজন্যে
তিনি আরও বলেন, ‘প্রিয় কথাসাহিত্যিক শাহাদুজ্জামান আবারও আমার অনুরোধ রেখে নিজের গল্পকে নাটক হিসেবে পুনরায় লিখে দিয়েছেন। অশেষ কৃতজ্ঞতা তাঁর প্রতি।’
নাটকের মঞ্চে থাকবেন এস আর সম্পদ, মোহাম্মদ বারী, প্রশান্ত হালদার, নুরুজ্জামান সরকার, মুত্মাইন্নাহ রীমা, জাহীন ইমতু, মোহাম্মদ রাকিব, তানভীন।